মোঃ ছালা উদ্দিন, বালাগঞ্জ প্রতিনিধি: ০৪জানুয়ারী শনিবার তাহফিযুল কুরআন একাডেমী বালাগঞ্জ হল রুমে উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী মাও: লুৎফুর রহমান সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাকিমের পরিচালনায়
অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ প্রচার সম্পাদক শেখ মুহা.বদরুল আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আল ইসলাহ সহ সভাপতি অধ্যক্ষ মাও:শেহাব উদ্দিন আলিপুরি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল আলম।
বক্তব্য রাখেন আল ইসলাহ উপজেলার সাবেক সভাপতি মাও:কুহিনূর উদ্দিন চৌধুরী,লতিফিয়া কারী সোসাইটির সাধারন সম্পাদক হাফিজ তৌরিছ আলী,তালামিযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সহ-সাধারন সম্পাদক হাফিজ নাজমুল ইসলাম শিহাব,
উপস্থিত ছিলেন,উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি,মাও:কাজী মনজুর হোসেন মীরপুরী, সহ-সভাপতি,মাও:গিয়াস উদ্দিন তালুকদার, সহ-সাধারন সম্পাদক,মাও:শেখ আব্দুল করিম (মেম্বার),সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুল কালাম,উপজেলা তালামিযের সভাপতি মারুফ তালুকদার মিজু,সহ-সাংগঠনিক সম্পাদক মাও:শাহ মুজাহিদ আলী,সহ-প্রচার সম্পাদক ময়নুল ইসলাম রিপন,প্রশিক্ষন সম্পাদক হাফিজ জহি উদ্দিন চৌধুরী,সহ-প্রশিক্ষন সম্পাদক কারী সাবুল আহমদ,অর্থ সম্পাদক শরিফ আহমদ জায়েদ,সমাজ কল্যান সম্পাদক কারী রওশন আহমদ বেগ,অফিস সম্পাদক নুরুল ইসলাম দলা মিয়া,সদস্য মাও:সুমন আহমদ নিজামী,মাও:মনজুর হোসেন।
হাফিজ রুহেল আহমদ,প্রমুখ।