ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

মাচা পদ্ধতিতে লাউ চাষ করে সফল অটোরিকশা চালক।

মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরে আমন ধান ক্ষেতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে

মাচা পদ্ধতিতে লাউ চাষ করে সফল অটোরিকশা চালক

মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরে আমন ধান ক্ষেতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের আল আমীন নামে এক যুবক। আল আমীন পেশায় একজন অটোরিকশা চালক। অটোরিকশা চালানোর পাশাপাশি তিনি বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ করেছেন। তার স্ত্রী তাকে চাষাবাদে সাহায্য করে থাকেন।

চলতি মৌসুমে আল আমীন প্রায় ১০ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন, সেখানে বড় দুটি মাচা করেছেন। কাদা বৃষ্টির কথা মাথায় রেখে বেড পদ্ধতিতে কয়েক প্রজাতির হাইব্রিড জাতের লাউ গাছ রোপণ করা হয়েছে।মোট চারটি বেড রয়েছে দুটি চারা প্রতি। প্রায় তিন ফুট দূরত্ব রেখে রোপন করেছেন চারা। শতক প্রতি ৪০০-৭০০ টাকা খরচ হয়েছে। ৪০-৪৫ দিন পর্যন্ত ভালো ফলন দেয়। এর পরে ফলন কমতে থাকে।

এই ক্যাটাগরির আরও নিউজ পড়ুন

এ জন্য ৪ মাস পর নতুন করে লাউ গাছ রোপণ বা অন্য কোন ফসলের চাষ করতে হয়। লাউ সারা বছর চাষ করা যায়। সব খরচ বাদ দিয়ে আল আমীনের এবছর প্রায় ২০ – ৩০ হাজার টাকা লাভ করবেন বলে ধারণা করছেন। আল আমীন জানান, শখের বসে গত বছর পরিক্ষামূলক লাউ চাষ করি এবং সফলতা পাই, এ বছর প্রায় ১০ শতাংশ জমিতে লাউ চাষ করেছি,রোগ বালাই ও অন্যান্য সমস্যা ইউটিউব দেখে নিজে নিজেই সমাধান করি।

সব খরচ বাদ দিয়ে এ বছর লাউ চাষে আমি প্রায় ২০-৩০ হাজার টাকা আয় করতে পারব বলে আশা করছি। হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান কবির বলেন, অটোরিকশা চালানোর পাশাপাশি কৃষি কাজ এটা অতি উত্তম। আল আমীনকে পরামর্শসহ সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এই ক্যাটাগরির আরও খবর পড়ুন  ৬নং ডাকুয়া ইউনিয়নের ৩ ও ৭নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায়
Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts