কুলাউড়ার পূর্ব মনসুর বন্যায় পানিবন্দি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রুবেল বখস পাভেল। কুলাউড়া ৬নং কাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মনসুর এলাকায়

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রুবেল বখস পাভেল।

কুলাউড়া ৬নং কাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মনসুর এলাকায় পানি বন্দি ৯টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়,১১জুন২০২৫,

 

এর আগে উপজেলা নিবার্হী কর্মকর্তা মহিউদ্দিন,এর নির্দেশে উপজেলা কম্পিউটার অপারেটর মোহাম্মদ কামরুজ্জামান শর জমিনে পানিবন্দি ৯টি পরিবারের খোঁজখবর নেন,

 

পরে পানি বন্দি মানুষের কথা তুলে ধরেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মহিউদ্দিন,এর কাছে মনসুরে বন্যায় পানিবন্দি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে,

 

 উপকারভোগীরা হলেন,১-সৌরভ মালাকার, ২-শুকতা মালাকার,৩-পিয়ারা বেগম,৪-মুহিদ,৫-বলাই মিয়া,৬-তাসিন, ৭-আঙ্গুরি বেগম,৮- ফারুক,৯-বাদল মিয়া প্রমুখ।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

Leave a Reply

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts