নিউজ ডেস্ক:- এইচ পি মিউজক স্টেশন হাউজের ব্যানারে ১৪ ই নভেম্বর ২০২৪ এ মুক্তি পেতে যাচ্ছে ইউটিউব ভাইরাল উদীয়মান কণ্ঠশিল্পী পাগলা সোহাগের কন্ঠে ফোক বিচ্ছেদী গান জিন্দা লাশ শিরোনামের। জিন্দা লাশ শিরোনামের গানটির কথা মালায় ছিলেন উদীয়মান গীতিকার এডি পিনব। সংগীত আয়োজনে ছিলেন ঢাকাইয়া জনপ্রিয় সংগীত পরিচালক এস রুহুল। ভিন্ন ধর্মী একটি ফোক গানের নতুন কিছু হবে বলে জানা গেছে।
গানটি নিয়ে আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়ানে এইচ পি স্টেশন এম ডি জনাব এইচ পি হৃদয় জানান যে আমি সব সময় ভাল কিছু করার চেষ্টা করে থাকি গান গাওয়ার পাশাপাশি নিজের প্রোডাকশনে অন্যান্য শিল্পীদের গান নিচ্ছি আমার ইউটিউব চ্যানালের জন্য তারি ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার শ্রোতাদের উপহার দিতে যাচ্ছি জিন্দা লাশ গানটি আপাতত গানটি লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হচ্ছে তবে দর্শক শ্রোতাদের আগ্রহের উপর আগামীতে ভিডিও আকারে গানটি করার চিন্তা ভাবনা রাখবো ধন্যবাদ।
২ Responses
নাম মিল্টন কবীর
পিতা মৃত আব্দুর রাজ্জাক
গ্রাম আইচপাড়া
পোস্ট হঠাৎ গজ্ঞ
থানা কলারোয়া
জেলা সাতক্ষীরা ।
হোয়াটসাপ করার অনুরোধ রইল আমাদের সাইটে নাম্বার আছে ধন্যবাদ