ডেস্ক রিপোর্টঃ রামগঞ্জ সিটি প্লাজার সামনে বাইপাসো রামগঞ্জ লক্ষ্মীপুর রামগঞ্জ যুব সমাজ উদ্যোগে এবং সংশপ্তক অ্যামেসিয়েশন পরিচালনা করেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পরামর্শ অনুযায়ী এই বাজারটি অনুষ্ঠিত হয়। বাজারে যে সব সবজিগুলা পাওয়া যায় সবজির মূল্য তালিকা দিয়ে দেওয়া হয় ১. সিম ১০৫.টাকা ২. বরবটি ৭৫ টাকা ৩. মুলা ৫৫ টাকা ৪, করলা ৫৫ টাকা ৫. সসিন্দা ৪৫ টাকা ৬. টমেটো ১২৫ টাকা ৭. পেপে ৩৫ টাকা ৮. বেগুন ৫৫টাকা ৯. চড়া ৫৫ টাকা ১০. পটল ৫০টাকা ১১. মারফা ৪০ টাকা ১২. শষা ৪৫ টাকা ১৩. কাঁচা মরিচ ১২৫ টাকা ১৪. ফুলকপি ৮০ টাকা ১৫. কলা ৪৫ টাকা ১৬. কুমড়ো ৫০ টাকা ১৭. ধনিপাতা ২০০ টাকা ১৮. লালশাক ৩৫ টাকা ১৯. কুমডো সাক ৪৫ টাকা ২০. ডেরস ৫৫ টাকা ২১. লেবু ২৫ আলি ২২. ভাটাশাক ৫০ টাকা ২৩. লতি ৬৫ টাকা আরো সবজিগুলা উনারা আমদানি করবে বলে সাংবাদিকদের কে জানান উনারা বলেন যে আমরা কেজিতে ৩০ টাকা থেকে ৩৫ টাকা কম নিচ্ছি এভাবে যদি বাংলাদেশে ন্যায্য মূল্যের তালিকা দিয়ে সবজি বিক্রি করা হয়, তাহলে বাজারে জনগণ আর হতাশ হবেনা।
