ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

৭০ বছর বয়সী অসুস্থ ময়মুননেচ্ছা চিকিৎসায় বঞ্চিত – চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন।

নাজমুল ইসলাম চৌধুরী সিলেট থেকেঃ সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পুর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাসী গ্রামের অসহায়, হতদরিদ্র,

৭০ বছর বয়সী অসুস্থ ময়মুননেচ্ছা চিকিৎসায় বঞ্চিত

নাজমুল ইসলাম চৌধুরী সিলেট থেকেঃ সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পুর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাসী গ্রামের অসহায়, হতদরিদ্র, ৭০ বছর বয়স্ক ময়বুননেছা বর্তমানে অসুস্থ। প্রয়োজন চিকিৎসার। আর্থিক সংকট কারনে হচ্ছে না সঠিক চিকিৎসা। ১৫ এপ্রিল ২০২৫ইং ২য় বার ময়মুননেচ্ছার খোজ খবর নিতে মৈশাসী গ্রামে গেলে পাড়া প্রতিবেশীরা জানান অর্থ অভাবে পেট ভরে ৩ বেলা খাবার জুটে না, তার আবার চিকিৎসা হবে কি করে।

ময়বুননেছা’র জন্ম ১৪/২/১৯৫৫ইং। স্বামী, সন্তান সহ নিকট আত্মীয় কেউ নেই। পিতা মৃত ইউসুফ আলী। মাতা মৃত নবিজান বিবি।

ময়বুননেছা’র বাড়ী বলতে নড়বড়ে কুড়ে ঘর, অন্ধকার, মেঝে সেত সেতে।নেই বিদ্যুৎ ও শৈৗচাগার।ছোট চকি, অল্প হাড়ি পাতিন।বয়সের কারনে রান্নাও করতে পারেন না, পাড়ার মেয়েরা সহযোগিতা করেন।৩/৪ ফুট উচ্চতার

৭০ বছর বয়সী অসুস্থ ময়মুননেচ্ছা চিকিৎসায় বঞ্চিত

ময়বুননেছা হাটেন লাঠি ভর দিয়ে।পা অনেকটা বাঁকা,তাই স্বাভাবিক ভাবে হাটতেও পারেন না। ৫/৬ বছর বয়সে কোল থেকে পরে গেলে পায়ে আঘাত পান, সেই থেকে পায় ২টি বাকা হয়ে যায়। বিয়ে হলেও, বেশী দিন ঠিকেনি।বাপের বাড়ী চলে আসেন।সেই থেকে একা জীবন।

বালাগঞ্জ উপজেলা অষ্টিটিক প্রতিবন্ধী সেবা কেন্দ্র ও নিরাপদ এনজিও সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন ২৬ জানুয়ারী ২০২৫ইং ময়বুননেছা করুন কাহিনী পত্রিকায় তুলে ধরেন।বয়স্ক, প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা ও বিধবা ভাতা পাওয়ার অধিকারী ময়বুননেছা কে কেন এতো দিন চেয়ারম্যান, মেম্বাররা ভাতার ব্যবস্থা করে দিলেন না ?প্রশ্ন রেখে তিনি জানান ময়বুননেছা’র ভাতার জন্য ভোটার কার্ড,নগদ নম্বার, ছবি,আবেদন,কেউই অফিসে দিতে না পারায়,তিনি নিজ উদ্যোগে সবই তৈরী করে বালাগঞ্জ সমাজসেবা অফিসে জমা দিয়েছেন।প্রবাসীদের সহযোগিতায় একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন।বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করে দিয়েছেন,এবং প্রতিবন্ধী ভাতার আবেদন প্রক্রিয়াধীন।সাংবাদিক শাহিন ১৫ এপ্রিল ২০২৫ইং মৈশাসী গ্রামে দিয়ে বয়স্ক ভাতার আবেদনের একটি কপি ময়মুনেচ্ছার হাতে তুলে দিয়েছেন।

এ সময় বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আহাম্মদ উল্লাহ,মৈশাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সনজিব দাশ,সহকারী শিক্ষক নুরুল ইসলাম,ময়মুনেচ্ছার বড় ভাই মনসুর আলী,স্থানীয় নিরাপদ কর্মী মমতা বেগম,সুমা বেগম,জেনি বেগম উপস্থিতি ছিলেন।

সাংবাদিক শাহিন জানান, ময়বুননেছা’র প্রয়োজন ঘর, খাবার ও চিকিৎসা। এ ব্যাপারে আত্মীয় স্বজন, গ্রামবাসী, সমাজের ধনী এবং প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।

বালাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ বলেন সাংবাদিক শাহিনের আন্তরিকতায় বয়স্ক ভাতার অনলাইন আবেদন সম্পন্ন হয়েছে। শ্রীঘই বয়স্ক ভাতার টাকা ময়বুননেছার মোবাইলে চলে যাবে। প্রতিবন্ধী ভাতার আবেদন প্রক্রিয়াধীন।

বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আহাম্মদ উল্লাহ বলেন যুব উন্নয়ন থেকে বিভাগীয় যুব পদক প্রাপ্ত যুব সংগঠক শাহিনের এ উদ্যোগ প্রশংসার দাবীদার।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ জানান, বিষয়টি আমার দৃষ্টিতে এসেছে, আমি প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংলিষ্টদের নিদের্শ দিয়েছি।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

Leave a Reply

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts

No Content Available