কুলাউড়ায় ১৫ই আগস্ট বঙ্গবন্ধু স্মরণ সভা শেষে ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১

জেলা (প্রতিনিধি) মৌলভীবাজার। মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রলীগ ও বিএনপি’র সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক, ১৫ই আগস্ট -২০২৩)

জেলা (প্রতিনিধি) মৌলভীবাজার।
মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রলীগ ও বিএনপি’র সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক, ১৫ই আগস্ট -২০২৩) কুলাউড়া ডাক বাংলা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে,কুলাউড়া স্টেশন চৌমহনায় বিএনপির অফিসের সামনে বিএনপি কিছু নেতা কর্মীর জড়ো হয়ে সংঘর্ষের ঘটনা ঘটে, এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা অর্ধশতাধিক আহত ও ঘটনাস্থলে বিএনপি’র এক কর্মী নিহত হয়।নিহত শাহানের ভাই আবুল ফাত্তাহ,পিতা মৃত আঃ হামিদ, গ্রাম কিয়াতলা কাদিপুর,বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন,হত্যা মামলায় আসামি হলেন যারা (১) কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদুর রহমান রিসাত ,(২)সহ-সাধারণ সম্পাদক আলম চৌধুরী ,(৩) কাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিবন রহমান,(৪)পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল মিয়া,(৫) উপজেলা ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক আহমদ রিপন, সুজন আহমদ, রিপন মিয়া , সহ আরো অজ্ঞাত ২০থেকে ৩০ জন আসামি করে  থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।শাহান হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস ছালেক জানান হত্যা মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে, এ বিষয়ে আরো জানতে চাইলে তিনি বলেন মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা বর্তমান ক্ষমতাশালী আওয়ামী ছাত্রলীগের রানিং কমিটির পদ-পদবীতে রয়েছেন তাই তাদেরকে গ্রেফতার করতে একটু বিলম্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেফতার করা হবে।
Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts