এডি পিনব (বিনোদন প্রতিবেদক)প্রযোজনা প্রতিষ্ঠান “এইচ পি মিউজিক স্টেশন” থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় কন্ঠশিল্পী এইচ পি হৃদয় এর কন্ঠে “কইলজা পুইড়া গেছে” গানটির কথা-সুর সাজিয়েছেন শিল্পী নিজেই,গানটির সঙ্গীতায়োজন করেছেন এ আর রানা,মিউজিক ভিডিওতে মডেল হিসাবে অভিনয় করেছন “রাজীব খান ও ইলা”,গানটির ভিডিও ডিরেক্টর হিসাবে ছিলেন এস এম আল-আমিন কবির,ক্যামেরায় ছিলেন এম ডি অয়ন চৌধুরী, মেকাপ সাগর রানা,শিল্পী জানান সব কিছু মিলিয়ে সকলের সহযোগিতায় গানটি অনেক সুন্দর হয়েছে, আশা করি গানটি দর্শকদের মনে জায়গা করে নিবে। গানটি নিয়ে আমাদের নিজেস্ব সাংবাদিকের বয়ানে শিল্পী জানান যে আমি সব সময় ভাল কিছু করার চেষ্টা করি এ গানি তেমনি চেষ্টা সবাই পাশে থাকবেন আর সামবে আরো কিছু কাজ আসছে, সময় নিয়ে কাজগুলো হচ্ছে যাতে করে শ্রোতারা ভালো কিছু পান।
