এডি পিনব(নিউজ ডেস্ক):-
সোমাবারে ভোলায় তিন শিশু গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া পার বিভিন্ন বাড়ি সহ খোঁজে না পাওয়ার পর পুকুরে জাল ফেলে তাদের খোঁজা শুরু হয়। এক পর্যায়ে জালে ধরা পড়ে ৩ জন শিশুর লাশ।দুপুর আড়াইটায় ভোলার তজুমদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা পরিচয় মারজিয়া বেগম (৯), মিম আক্তার (১১) ও রাফিয়া আক্তার (১০)। মৃত তিন শিশুর মধ্যে মিম ও মারজিয়া বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী মো. হোসেনের মেয়ে। মিম ও মারজিয়া তারা আপন দুই বোন। অপর আরেক শিশু রাফিয়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, পানি ডুবে তিনজন নিহতের ঘটনায় তজুমদ্দিন থানায় তিনটি অপমুত্যুর মামলা দায়েরের হয়েছে।