ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

কুলাউড়ায় প্রতিভা আদর্শ পাঠাগার ঘাগটিয়া কর্তৃক সংবর্ধিত পৃষ্ঠপোষক শরীফুজ্জামান 

কুলাউড়া সংবাদদাতা :ইব্রাহিম আলী: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের ঘাগটিয়া গ্রামে অবস্থিত প্রতিভা আদর্শ

IMG 20241003 WA0008
কুলাউড়া সংবাদদাতা :ইব্রাহিম আলী: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের ঘাগটিয়া গ্রামে অবস্থিত প্রতিভা আদর্শ পাঠাগার এর অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী- সমাজসেবী জনাব শরিফুজ্জামান চৌধুরী তপন এর সাথে এক মতবিনিময় সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রতিভা আদর্শ সমাজ কল্যাণ সমিতির সভাপতি জনাব মো: ময়ুব উদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন প্রতিভা আদর্শ পাঠাগারের স্থানীয় সহায়ক প্রতিনিধি জনাব মোঃ বজলুর রহমান ও সাবেক সভাপতি মোঃ রুমেল খান সহ পাঠাগারের বর্তমান সকল সদস্য-শুভাকাঙ্ক্ষী ও পরিচালক বৃন্দ। পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক মুরাদ খানের উপস্থাপনায় পাঠাগার পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক জনাব জুনাব আলী, সাবেক সাধারণ সম্পাদক জনাব ইফতেখার উদ্দিন আহমেদ, সহ- সভাপতি মো: আব্দুল আহাদ, সহ- সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী হেলাল, পাঠাগার সম্পাদক - আব্দুল ওয়াহিদ শাফিন প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব তপন চৌধুরী বলেন " গ্রামীণ উন্নয়ন ও বিকাশে সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই, বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে সুশিক্ষিত-সুনাগরিক প্রজন্ম তৈরির প্রয়োজন আর তার জন্য বই পড়ার বিকল্প কিছুই নেই", তিনি সব বয়সের মানুষকে বেশি-বেশি করে বই পড়তে উৎসাহিত করেন এবং উপহার হিসেবে 'বই' সবার প্রথম পছন্দ হওয়া উচিৎ বলে মনে করেন তিনি।

জানা যায় দেশের শীর্ষ স্থানীয় রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদীদল বিএনপির সাথে সম্পৃক্ত থাকায় প্রতিপক্ষের রাজনৈতিক প্রতিহিংসায় পড়ে দেশের বাহির যুক্তরাজ্যে অবস্থান করছিলেন তিনি,গত ৫ আগষ্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর সুযোগ হলে দীর্ঘ একযুগ পর নিজ গ্রাম ও এলাকার মানুষের সাথে বসে কথা বলার সুযোগ হওয়ায় তৃপ্তির ছাপ পরিলক্ষিত হয় উনার। সামাজিক ও রাজনৈতিক সাবেক ও বর্তমান দায়িত্ব পালন করেছেন' ও করছেন : শরীফুজ্জামান চৌধুরী তপন', উপদেষ্টা: ইউ কে বিসমিল্লাহ চ্যারিটি।আহবায়ক: ইউ কে ব্লাড ডোনার গ্রুপ।সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার যুক্তরাজ্য। 

যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।এ সময় উনার পৈতৃক নিবাস ঘাগটিয়া গ্রামেই হওয়ায় উপস্থিতি সকলেই গ্রামের উন্নতি সাধিত হওয়ার লক্ষে বিস্তর আলোচনা করেন এবং গ্রামের উত্তর উত্তর সাফল্য ও মর্যাদা অক্ষুন্ন রাখতে সকল ধরনের উদ্যোগে এক সাথে কাজ করার অঙ্গিকার বদ্ধ হন সবাই। 

তিনি প্রতিভা আদর্শ পাঠাগারের সকল কার্যক্রমে নিজেকে আরো বেশি আত্মনিয়োগ করার আশাবাদ ব্যক্ত করেন।পাঠাগারের দায়িত্বশীল সকলেই সংবর্ধিত মহোদয়ের উদ্দেশ্যে বলেন 'আমরা প্রতিভা আদর্শ পাঠাগার এর পক্ষ থেকে জনাব শরিফুজ্জামান চৌধুরী তপন সাহেবের সুদীর্ঘ -সুস্থ জীবন কামনা করছি।  আমরা আশা করছি বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও বিকাশে তার শ্রম ও মেধার যোগ্য প্রতিদান হবে সমাজের সব জায়গায়, উনার উত্তরোত্তর মঙ্গল ও সাফল্য কামনা করছি।
এই ক্যাটাগরির আরও খবর পড়ুন  কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন বিএনপি'র ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts