আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে
Home » কুলাউড়ায় পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামী গ্রেফতার-২
জেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল। মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ
জেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, কুলাউড়া সার্কেলের তদারকীতে ও অফিসার ইনচার্জ মোঃ গোলাম আপছারের নেতৃত্বে ২৯ সেপ্টেম্বর রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল রাজ্জাক, এসআই (নি:)/ আব্দুর রহিম জিবান, এসআই (নি:)/ শাহ হিমেল, এএসআই (নি:)বাবুল মিয়া,এএসআই(নি:)আরিফুল ইসলাম, এএসআই (নি:)/তপন দেব ও ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ডাকাতি প্রস্তুতি মামলার ১। তাজুদ আলী প্রকাশ তাজুদ (৪০), পিতা-মৃত আমজদ আলী, সাং-চক কবিরাজী, ৮নং ওয়ার্ড, ২নং পতনেশা ইউপি, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার এবং ২। তালেব (৪২), পিতা-নুর মিয়া, সাং-সঞ্জবপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।প্রকাশ থাকে যে আসামি তাজুদ আলীর বিরুদ্ধে ডাকাতি ০২ টি , অস্ত্র মামলা ১ টি, চুরি মামলা ০২ টি সহ মোট ০৭ টি মামলার আসামি তালেবের বিরুদ্ধে ০২ টি মামলা বিচারাধীন রয়েছে।