কুলাউড়ায় রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল দিনমজুর বেনু মালাকারের পরিবার

জেলা প্রতিনিধি। মৌলভীবাজারের কুলাউড়ার জনতা বাজার এলাকায় মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল বেনু

IMG ২০২৪০৯২৩ ১৬২৭৩৭ scaled 1

জেলা প্রতিনিধি।

মৌলভীবাজারের কুলাউড়ার জনতা বাজার এলাকায় মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেল বেনু মালাকারের পরিবার। সোমবার ২৩ শে সেপ্টেম্বর, সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে আগামী কাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘর টি হস্তান্তর করবে মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম. মোক্তাদির হোসেন , এ বিষয়টি নিশ্চিত করেছেন, বেনু মালাকার বলেন আমরা হিন্দু ধর্মের হলেও মাওলানা শাহ সৈয়দ রাশেদ আলী ফাউন্ডেশনের ঘর পেয়ে আমি ও আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারব, এর জন্য আমি ঈশ্বরের কাছে আপনাদের সর্বাধিক মঙ্গল কামনা করি ও আমার পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দদেরকে, আসছে আমাদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজার আগে আগেই নতুন ঘর পেয়ে আমি ও আমার  পরিবার অনেক আনন্দিত।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts