ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

আমান উল্লাহ স্যারের রেজিষ্ট্রেশনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো এনসি স্কুলের ১১৬ বছর উদযাপনের কার্যক্রম 

  জেলা প্রতিনিধি। কুলাউড়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর উদযাপনের

Messenger Creation 14c7ce8d-7e4c-4a00-8531-48cdc37fb22b

 

জেলা প্রতিনিধি।

কুলাউড়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর উদযাপনের উদ্যোগ নিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা৷ এ উপলক্ষে ২২ অক্টোবর (মঙ্গলবার) সকালে বিদ্যালয়ের হল রুমে অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

 

এন সি স্কুলের ১১৬ বছর উদযাপনের আহবায়ক এনামুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টু এবং ১২ ব্যাচের প্রতিনিধি মাসুদ রানা’র যৌথ সঞ্চালনায় রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য মানবেন্ড কিশোর দেবরায়, এস জামান মতিন, শওকতুল ইসলাম শকু, সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল, আব্দুল হান্নান, মো: রেদোয়ান খাঁন, মইনুল ইসলাম শামীম, খালেদ পারভেজ বখস, নির্মাল্য মিত্র সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন নোমান, উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, রেজিষ্ট্রেশন উপকমিটির জহিরুল ইসলাম এশু, ২০০২ ব্যাচের শিক্ষার্থী নাজমুল বারী সোহেল, ২০১১ ব্যাচের শিক্ষার্থী রাহিদ আলম নাঈম, ২০১৫ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ, ২০২১ ব্যাচের শিক্ষার্থী সাইদুর রহমান নিশান।

 

বক্তব্য পর্ব শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রাক্তন প্রধান শিক্ষক মুহাম্মদ আমান উল্লাহ স্যারের রেজিষ্ট্রেশন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার মধ্য দিয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিকতা পালন করেন।

 

আগামী ৪ জানুয়ারি ২০২৫ সালে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর উদযাপনের লক্ষ্যে এ রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ১০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

এই ক্যাটাগরির আরও খবর পড়ুন  কুলাউড়ায় আগামী পৌরসভার নির্বাচনে বিএনপি'র মেয়র প্রার্থী কে হবেন বাচ্চু না সজল 
Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts