ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

বড়লেখায় চা-শ্রমিক ও কর্মকর্তাদের নিয়ে নিসচার সড়ক নিরাপত্তা শীর্ষক কর্মশালা 

    হানিফ পারভেজ : প্রতিনিধি বড়লেখা ।   জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)

 

 

হানিফ পারভেজ : প্রতিনিধি বড়লেখা ।

 

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ১৯তম কার্যদিবসে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও নিরাপদ সড়ক বাস্তবায়নে চা-শ্রমিক ও কর্মকর্তাদের নিয়ে করণীয় শীর্ষক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হউক সবার” এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ অক্টোবর) রাত ৭ টায় উপজেলার দক্ষিণভাগ নিউ সমনবাগ চা বাগানের অফিসে নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের পরিচালনায় বিভিন্ন পর্যায়ের চা-শ্রমিক ও কর্মকর্তাদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধকল্পে তাদের করনীয় কর্মশালায় স্বগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. জমির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ও কার্যকরী সদস্য আফজাল হোসেন রুমেল।

আরোও বক্তব্য দেন নিউ সমনবাগ চা বাগানের কর্মকর্তা গংগেশ রঞ্জন দেব, সুবাস চন্দ্র দাস, কৃপাময় দাস, বিমল চন্দ্র দে, দিপক কূর্মী, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক কালীপ্রসাদ ভর, পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি নারায়ণ কালোয়ার, চা শ্রমিক নেতা রাঙ্গা চরণ সাঁওতাল ও রাসবিহারী রবিদাস। এছাড়াও উপস্থিত ছিলেন নিসচার দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, কার্যকরী সদস্য অজিত রবিদাস ও শাহাব উদ্দিনসহ অর্ধশত চা-শ্রমিক ও কর্মকর্তাবৃন্দ।

নিরাপদ সড়ক বাস্তবায়নে চা-শ্রমিকদের করণীয় সম্পর্কে নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম বলেন, চা-শ্রমিকরা অত্যান্ত ঝুকিপূর্ণভাবে এক চা-বাগান থেকে অন্য চা-বাগানে যাতায়াত করেন। খোলা ট্রাক ও ট্রাক্টরে গাদাগাদি করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দূরা-দূরান্তে জীবিকার তাগিদে ছুটে চলেন আবার দেখা যায় চাপাতা বোঝাই গাড়িতে শ্রমিকরাও ঝুকিপূর্ণভাবে যাতায়াত করেন এই অবস্থায় ঘটে যেতে পারে যেকোন বড় ধরনের দুর্ঘটনা। তাই চা-শ্রমিকদের জন্য তারা টেকসই বাস-মিনিবাসের দাবি জানান। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে চা-বাগানের কর্মকর্তাবৃন্দ এবং অতি শীঘ্রই তারা গরুত্ব সহকারে বিষয়টিকে বিবেচনা করবেন।

এই ক্যাটাগরির আরও খবর পড়ুন  বড়লেখায় কোরআন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

চা-বাগান কর্মকর্তারা নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার কার্যক্রমের প্রতি সাধুবাদ জানিয়ে মহৎ উদ্দেশ্যর পাশে থেকে একাত্বতা পোষন করে সড়ক দুর্ঘটনারোধে আন্তরিকভাবে ব্যাপক ভুমিকা রাখবেন বলে আশ্বাস দেন।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts