স্টাফ রিপোর্টার: যুব সমাজকে উদ্বোদ্ধকরণে ক্রীড়া প্রতিযোগীতা চমৎকার একটা উদ্যোগ। সামাজিক কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনকে এরকম কিছু কর্মসূচি পালন করা উচিত। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। খেলাধুলা আমাদের শৃঙ্খলা, টিমওয়ার্ক, নেতৃত্ব এবং প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকার মানসিকতা শেখায়। কর্মব্যস্ততা ও পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সুস্থ, প্রতিযোগিতা ও সহনশীলতার মনোভাব গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনের সহায়ক। ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর উদ্যোগে আয়োজিত ‘মিনি নাইট ফুটবল টুর্ণামেন্ট – ২০২৬’ এর পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সংস্থার প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস (রাজু)।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর উদ্যোগে আয়োজিত রবিবার (১৭ জানুয়ারি) রাত ১০.০০ ঘটিকায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক বিপ্লব দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব সত্যব্রত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ ও স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এর স্মৃতির স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংস্থার সাধারণ সম্পাদক জনি দাশ ও ট্রেজারার নিউটন দাশ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, পার্থ সারথী দাশ, উৎস দাশ, নয়ন দাশ, জয়ন্ত দাশ, কানাই দাশ, সৌমিত্র দাশ, নিত্য দাশ প্রমুখ।
উল্লেখ্য যে, মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয় ‘মুক্তাহার ক্লাব’ এবং রানার-আপ হয় ‘এফসি ব্রাদার্স’। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী অন্যান্য টিম হচ্ছে- দূরন্ত স্পোর্টিং ক্লাব, শাপলা স্পোর্টিং ক্লাব, সনাতন-দীননাথ কিশোর সংসদ, সুপারস্টার, মুক্তাহার ব্রাদার্স, রাইজিং স্টার, আমরা করবো জয়, বিএফএফ নামক ১০ টিমের খেলোয়াড়বৃন্দ টুর্ণামেন্টে অংশগ্রহণ করে। সবশেষে চ্যাম্পিয়ান ‘মুক্তাহার ক্লাব’ এবং রানার-আপ ‘এফসি ব্রাদার্স’ এর খেলোয়াড়দের হাতে টপি তুলে দেওয়া হয় এবং সংস্থার পক্ষ থেকে খেলার জন্য ‘ট্রায়েন্ডা ফুটবল-২০২৬’ প্রদান করা হয়।

