হবিগঞ্জে শায়েস্তাগঞ্জের চুনারুঘাট সড়কের দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার পুত্র।
চুনারুঘাট থানার (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান- চুনারুঘাট নতুন ব্রীজ থেকে একটি মোটর সাইকেল চুনারুঘাটের উদ্যেশ্যে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন রনি মিয়া নামে এক যুবক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

