শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল ধর্মপল্লী ক্যাথলিক মিশনের শ্রমিক সাধু যোসেফের গির্জায় ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে বড়দিন পালন করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত থেকেই যিশু খ্রিস্টের জন্মোৎসব ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।
বড়দিন উপলক্ষে গির্জাগুলো ফুল, রঙিন বেলুন, নকশা করা কাগজ ও জরি দিয়ে নান্দনিকভাবে সাজানো হয়। গির্জা প্রাঙ্গণে ছিল বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল পুরোহিত সিএসসি ফাদার নিকোলাস বাড়ৈ। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিনসহ র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সভাপতি ডমিনিক সরকার রনি।
বড়দিনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলের বিভিন্ন গির্জা, খাসিয়া পুঞ্জি ও চা-বাগানের গারো লাইন এলাকায় আলপনা এঁকে ও নতুন রঙে সাজিয়ে তোলা হয়। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

