ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

কুলাউড়ার মনসুর এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    রুবেল বখস পাভেল কুলাউড়া। কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মনসুর এলাকায়, ৫

 

 

রুবেল বখস পাভেল কুলাউড়া।

কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মনসুর এলাকায়, ৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব মনসুর সাইন বোর্ড মাঠে অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে কুলাউড়া থানা পুলিশ বিট পুলিশিং কার্যক্রম চলছে।

 প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

 বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল, ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা।

 বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোক্তারের সভাপতিত্বে ও সাংবাদিক রুবেল বক্স পাবেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক। বক্তব্য রাখেন কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, থানার উপ পরিদর্শক ফরহাদ মাতব্বর, বিকাশ বড়ুয়া, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, কৃষকদলের সভাপতি সাতির বক্স, ইউনিয়ন বিএনপির সদস্য চিনার বক্স চিনু, আছিকর মিয়া, শহীদ মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক মিয়া, প্রবীন মুরব্বি বুদুল্লাহ মিয়া, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সাংবাদিক মহি উদ্দিন রিপন, মনসুর মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি ও ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রিপন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, সমাজকর্মী মারুফ আহমদ, ব্যবসায়ী সিরাজুল ইসলাম শাবুল প্রমুখ।

এছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে কুলাউড়া থানা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

‘জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক , রিপোর্ট দৈনিক কুলাউড়ার কন্ঠ

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

Leave a Reply

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts