প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যুগ্মসচিব আব্দুল লতিফ খানের পদায়নকে কেন্দ্র

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যুগ্মসচিব আব্দুল লতিফ খানের পদায়নকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের একটি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

একটি কল রেকর্ড প্রচার করে বলা হচ্ছে, এ পদায়নে ২০ কোটি টাকা আর্থিক লেনদেন হয়েছে উক্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান।

এক প্রতিবাদ লিপিতে বলেছেন, আমাকে জড়িয়ে যে কল রেকর্ডটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার এসব করার ক্ষমতা নেই। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ জাল ও ভুয়া।

প্রচারিত ফোন আলাপই স্পষ্ট যে, আমি আমার পদায়নের বিষয়ে কারো সঙ্গে যোগাযোগ করি নি।

একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া রেকর্ড তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমার এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন প্রোর্টাল গুলোকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমরা মনে করছি।

আমার বিরুদ্ধে উক্ত প্রোর্টালের প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। সুপরিচিত ব্যাক্তিকে অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদন

আবদুল লতিফ খান
প্রধান নির্বাহী কর্মকর্তা
গাজীপুর সিটি কর্পোরেশন।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts