ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

শিক্ষানুরাগী মো. বজলুর রহমান স্মৃতি সম্মাননা পদক-২০২৫” পেলেন গুণী শিক্ষক মরহুম জৈন উদ্দিন

স্টাফ রিপোর্টার: ৫/০১/২০২৫ ইং, রোজ রবিবার বাদ মাগরিব মো. বজলুর রহমান ফাউন্ডেশন কর্তৃক “শিক্ষানুরাগী মো. বজলুর

শিক্ষানুরাগী মো. বজলুর রহমান স্মৃতি সম্মাননা পদক-২০২৫" পেলেন গুণী শিক্ষক মরহুম জৈন উদ্দিন

স্টাফ রিপোর্টার: ৫/০১/২০২৫ ইং, রোজ রবিবার বাদ মাগরিব মো. বজলুর রহমান ফাউন্ডেশন কর্তৃক “শিক্ষানুরাগী মো. বজলুর রহমান দরিদ্র মেধাবৃত্তি ও স্মৃতি সম্মাননা পদক-২০২৫ বিষয়ক করণীয় নির্ধারণ করার লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন হয়।।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকলের পরামর্শক্রমে ও ফাউন্ডেশনের সিদ্ধান্ত মোতাবেক – স্থানীয় শিক্ষায় অবদানের জন্য – কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত সিনিয়র শিক্ষক (অবসরপ্রাপ্ত) জনাব জইন উদ্দিন চৌধুরী কে মনোনীত করা হয়।

উল্লেখিত স্মৃতি সম্মাননা পদকে যা থাকবে: একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা মূল্য বাবদ দশ হাজার টাকার চেক, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক কবি খালিদ সাইফুল্লাহ রহমান বলেন, ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পদক কার্যক্রম সম্পন্ন করা হবে। এবং পুরো প্রক্রিয়াটি পরামর্শক প্যানেল কর্তৃক পরিচালিত হয়েছে।এছাড়াও তিনি জানান, প্রতি দু’বছর অন্তর স্থানীয় শিক্ষায় অবদানের জন্য একজনকে এই পদক প্রদান করবে মো. বজলুর রহমান ফাউন্ডেশন, কেরামতনগর, কমলগঞ্জ।

এছাড়া আরও জানা যায়, সফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসা, কমলগঞ্জ দাখিল মাদরাসা, মকবুল আলী উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ আইডিয়েল কেজি এন্ড হাই স্কুল এর ৬ষ্ঠ শ্রেণীর ১৭ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ‘শিক্ষানুরাগী মো. বজলুর রহমান দরিদ্র মেধাবৃত্তি-২০২৫’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

শীঘ্রই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে স্মৃতি সম্মাননা পদক, সার্টিফিকেট ও পদক মূল্যবাবদ দশ হাজার টাকার চেক প্রদান করা হবে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন। সেক্রেটারি শামসুর রাজা চৌধুরী সঞ্চালনায় উপস্থিত ছিলেন জনাব কাওসার শোকরানা (মাধ্যমিক শিক্ষা অফিসার), অধ্যক্ষ মাসুক মিয়া (অধ্যক্ষ, কমলগঞ্জ আইডিয়েল কেজি এন্ড হাই স্কুল, সালমান আলী (প্রধান শিক্ষক, মকবুল আলী উচ্চ বিদ্যালয়, সৈয়দ হাবিব উল্লাহ্ হাবীব (এজিপি, মৌলভীবাজার জজ কোর্ট) জনাব বাহার আলী (সিনিয়র শিক্ষক, সফাত আলী মাদরাসা, সোলেমান হোসেন (প্রধান শিক্ষক, কমলগঞ্জ দাখিল মাদরাসা)।

এই ক্যাটাগরির আরও খবর পড়ুন  গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল জনসভা
Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts