মোঃ ছালা উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর ‘২৪, শুক্রবার, বাদ মাগরিব ফেঞ্চুগঞ্জ আল-মাদিনা কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি জামিল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ হুমায়দী ও প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান এর যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করীম মহসিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তালামীযে ইসলামিয়া এদেশের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য প্রয়োজন উত্তম আদর্শের অনুসরণ। খুলুসিয়তের সাথে দ্বীনের কাজ করলে আল্লাহ এর উত্তম প্রতিদান দেন। এ সংগঠনের কর্মীরা বিভিন্ন জায়গায় সম্মানের সাথে অধিষ্ঠিত রয়েছেন। তালামীযে ইসলামিয়ার কর্মীগণ উত্তম আদর্শের অনুসরণ করে খুলুসিয়তের সাথে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ আনজাম দিয়ে যাচ্ছে।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সাবেক সভাপতি নুরুল হুদা, সিলেট পূর্ব জেলার সাবেক সহ-সভাপতি আব্দুল মালিল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আবু বকর মোহাম্মদ নূরী, সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, প্রচার সম্পাদক এম.জি জাকারিয়া চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, সাবেক সহ-সভাপতি আফতাব উদ্দীন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি তুয়েল আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা সৈয়দ মওসুফ আহমদ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি মাওলানা মিনহাজ উদ্দিন, মাইজগাঁও ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি নুরুল ইসলাম ময়ূর।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি আব্দুল মুতালিব, ইসমাইল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সাব্বির আহমদ, ইমরান নুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাছরুর, সহ-সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসান ফাহিম, সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক আবু বকর সিদ্দীক ছামী, সহ-অফিস সম্পাদক মিনহাজুল ইসলাম, জাহিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ছদরুল আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক আওলাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হোসাইন আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আদনান হোসেন, আলী আকবর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাবেদ আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মুবিন প্রমুখ।