হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ অর্ধশতাধিক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে দাসেরবাজার উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা ছাত্রদলের কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রঞ্জন দাস।
দাসেরবাজারে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দে, দাসেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল চন্দ্র দাস, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ফয়সল আহমদ, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনঞ্জিত কুমার দাস, শিক্ষক সুফল বিশ্বাস, দিপক চন্দ্র দাস, দাসেরবাজার আদর্শ কলেজের শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আমানুর রহমান আমান, দাসেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মজির উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামাদ হোসেন, দাসেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মারুফ আহমদ, সহসভাপতি শাহিন আহমদ, দাসেরবাজার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জউর উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সদস্য ফারহান আহমদ, আব্দুল বাসিত, রাফি আহমদ, রাহিম আহমদ, আলমগীর হোসেন প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইকবাল হোসেন। গীতা পাঠ করেন দিপ্ত দাস। শুভেচ্ছা বক্তব্য দেন সংবর্ধিত শিক্ষার্থী সজিব দাস সৌমিক ও আবু বক্কর সিদ্দিক।
এতে সার্বিক সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রদল নেতা জাহিদুর রহমান জাহিদ।