নিউজ ডেস্ক (এডি পিনব):
শ্রীমঙ্গল থানার সিন্দুরখাঁন ইউনিয়নে বেলতলী গ্রামে ট্রান্সমিটার এর জরুরী কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন পল্লী বিদ্যুৎ সদস্য। নিহতের নাম রেজওয়ান (২৯) ঘটনাটি ১২ অক্টোবর দুপুর ২ টায় ঘটে বলে জানা যায়, অন্যদিকে উনাড সহযোগী মোস্তাফিজ রহমান গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তী আছেন এবং অবস্থা ভাল নয় বলে জানা গেছে।
এরকম ঘটনায় স্থানীয় এলাকাবাসী খুবি দূঃখ প্রকাশ করেছেন।
ঘটনাটির বিস্তারিত পরে জানিয়ে দেয়া হবে।