ব্লগার শিমু হত্যাচেষ্টা, উগ্রপন্থী গোষ্ঠীর পরিকল্পিত হামলা

বহুল আলোচিত লেখক, ব্লগার সুমিয়া শিমু হত্যার উদ্দেশ্যে তার বাসভবনে পরিকল্পিত হামলা চালায় একদল উগ্রপন্থী গোষ্ঠী। এসময় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ব্যাপক ভাংচুর চালায়। পরিবারের সদস্যদের শারীরির এবং মানুষিকভাবেও লাঞ্চিত করে। গত ২৪মার্চ (সোমবার) মধ্যরাতে সুমিয়া শিমুর বরিশাল গৌরনদীর অবস্থিত নিজ বাসায় এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। ব্লগার ও লেখক সুমিয়া শিমু ২০২৫ সালের […]