হবিগঞ্জ প্রতিনিধি। সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তিনি এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। পরিদর্শন শেষে তিনি সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ ভলিবল টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এরআগে মঙ্গলবার সকাল ৯টায় ডিআইজি মোঃ মুশফেকুর রহমান হবিগঞ্জ পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। এরপর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোআর আলম। প্যারেড শেষে উপস্থিত অফিসার ও ফোর্সদের সুশৃঙ্খল উপস্থাপনার জন্য ধন্যবাদ জানান ডিআইজি মুশফেকুর রহমান । এ সময় পুলিশ সুপার ইয়াছমিন খাতুন তাঁর সঙ্গে ছিলেন। প্যারেড পরবর্তী ডিআইজি রিজার্ভ অফিস, মোটরযান শাখা, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভান্ডার ও ক্লোথিং স্টোর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে বিকেলে ডিআইজি পুলিশ লাইন্স ভলিবল গ্রাউন্ডে আয়োজিত ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ ভলিবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা উপভোগ করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে জেলা পুলিশ (সিলেট) দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আরআরএফ (সিলেট) দল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। ডিআইজি মোঃ মুশফেকুর রহমান বলেন, খেলার মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে খেলাধুলার মনোবল, দলবদ্ধ কাজের গুণাবলি ও শারীরিক সক্ষমতা আরও দৃঢ় হয়। তিনি বিজয়ী দলের কাছে অভিনন্দন জানিয়ে পরাজিত দলকেও তাদের ভালো পারফরম্যান্সের জন্য ধন্যবাদ জানান। ডিআইজি আরও বলেন, আপনারা সর্বদা দায়িত্বশীল থাকবেন, জনগণের প্রতি আন্তরিক ও সদিচ্ছাশীল হবেন। আমাদের পুলিশ বাহিনীকে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য রাখতে প্রতিনিয়ত কাজ করবেন। এমনভাবে দায়িত্ব পালন করুন যাতে জনগণ আমাদের প্রতি আস্থা ও সম্মান বজায় রাখে।
পরিদর্শনে এছাড়া উপস্থিত ছিলেন সিলেটের আরআরএফের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মোঃ হাসান নাহিদ চৌধুরী, হবিগঞ্জ ইন-সার্ভিসের পুলিশ সুপার মাহিদুজ্জামান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আশরাফুজ্জামান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস, হবিগঞ্জ সদর সার্কেল মোঃ শহিদুল হক মুন্সী, বানিয়াচং সার্কেল প্রবাস কুমার সিংহ, বাহুবল সার্কেল জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি রফিকুল ইসলাম খান, মাধবপুর সার্কেল একেএম সালিমুল হক সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

