নিজস্ব প্রতিবেদক-ঢাকা: নতুন বছরের প্রথম দিনে কনকনে শীতের রাতে রাজধানীর অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ‘তুবা’ সমাজ কল্যাণ সোসাইটি। বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাতে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদের প্রত্যক্ষ নেতৃত্বে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. মাসুম হোসেন, মো. রাসেল সরকার, যুগ্ম মহাসচিব মো. লিটন প্রধান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এবং তুবা টিভির চেয়ারম্যান সাদিকুর রহমান লিটন।
যুগ্ম মহাসচিব মোহাম্মদ লিটন প্রধানের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রমটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। বিতরণ কার্যক্রমে আরও অংশ নেন চেয়ারম্যানের সুযোগ্য পুত্র মেহরাব উদ্দিন আলভী।
কম্বল বিতরণকালে চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, “তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। নতুন বছরের শুরুতে আমরা চেয়েছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন কিছুটা উষ্ণতা পায়। তুবা সমাজ কল্যাণ সোসাইটি সব সময় মানবসেবায় নিবেদিত থাকবে।”
যুগ্ম মহাসচিব মোহাম্মদ লিটন প্রধান জানান, রাজধানীর বিভিন্ন ফুটপাতে ও খোলা আকাশের নিচে বসবাসরত মানুষদের কষ্ট লাঘবে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। তারা চান, সমাজের কোনো মানুষই যেন শীতে কষ্ট না পায়।
উল্লেখ্য, ‘তুবা’ সমাজ কল্যাণ সোসাইটি দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সংগঠনটি ইতিবাচক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে।

