DSF NEWS
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাছাইয়ে টিকে গেলেন ইলিয়াসপত্নী লুনা, বাতিল পুত্র

DSF NEWS
news Dsf
জানুয়ারি ৩, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক|:

সিলেটে এবার মনোনয়নপত্র বাছাইয়ে টিকে গেলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। তাবে বাতিল হয়েছে তার পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্র।

শনিবার (৩ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সারওয়োর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নিখোঁজ বিএনপি নেতা ও এ আসনের সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা।

কিন্তু সেবার বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছিল। তিক্ত সেই স্মৃতি মনে রেখে এবার নিজে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করার সাথে সাথে ব্যাকআপ প্রার্থী হিসাবে স্বতন্ত্র থেকে পুত্র আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্রও দাখিল করা হয়েছিল।

তবে শেষ পর্যন্ত তার মনোনয়নপত্র বৈধ হলেও এবার সরাসরি বাতিল হয়েছে আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্র।

তার কারণ হিসাবে রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম জানিয়েছেন, আবার দেশের বাইরে। অথচ তার মনোনয়নপত্রে স্বাক্ষর রয়েছে। এটা সঠিক নয়। তাই বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এ আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস শহিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দাখিল করা কাগজপত্রে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।