নিজস্ব প্রতিবেদক|:
সিলেটে এবার মনোনয়নপত্র বাছাইয়ে টিকে গেলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। তাবে বাতিল হয়েছে তার পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্র।
শনিবার (৩ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সারওয়োর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নিখোঁজ বিএনপি নেতা ও এ আসনের সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা।
কিন্তু সেবার বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছিল। তিক্ত সেই স্মৃতি মনে রেখে এবার নিজে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করার সাথে সাথে ব্যাকআপ প্রার্থী হিসাবে স্বতন্ত্র থেকে পুত্র আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্রও দাখিল করা হয়েছিল।
তবে শেষ পর্যন্ত তার মনোনয়নপত্র বৈধ হলেও এবার সরাসরি বাতিল হয়েছে আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্র।
তার কারণ হিসাবে রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম জানিয়েছেন, আবার দেশের বাইরে। অথচ তার মনোনয়নপত্রে স্বাক্ষর রয়েছে। এটা সঠিক নয়। তাই বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, এ আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস শহিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দাখিল করা কাগজপত্রে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়।

