স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় খুন হয়েছেন দুই ভাই। এদের একজন প্রবাসী ও অপরজন পেশায় কৃষক। গুরুতর আহত হয়েছেন অপর ৩ ব্যক্তি। আশংকাজনক অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৭ ডিসেম্বর শনিবার মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে। থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে।
নিহতরা হলেন, বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড়ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও ছোটছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন ৬ মাস আগে দেশে আসেন। তারা কি কারণে খুন হলেন এবং কারা তাদেরকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুইজনের লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ হত্যার প্রকৃত ঘটনাবের করতে তদন্তও শুরু করেছে।

