শ্রীমঙ্গল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে গত দুই দিনে পাঁচজন সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ইসলাম উদ্দিনের কাছ থেকে মনোনয়ন ফরম নেন।
এর আগে ২৪ ডিসেম্বর বুধবার একই আসন থেকে চারজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), তাঁর পুত্র মুঈদ আশিক চিশতি, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু এবং জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী।
মনোনয়ন ফরম বিক্রির বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।
নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য আগ্রহী প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

