শ্রীমঙ্গল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইসলাম উদ্দিন-এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন, কমলগঞ্জ উপজেলা আমীর মো: মাসুক আহমদ, নায়েবে আমীর আমিরুল ইসলাম কয়সর, সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সফিজ উদ্দিনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, দেশবাসী আজ একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। জনগণের সেই প্রত্যাশা পূরণ হলে মৌলভীবাজার-৪ আসনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব—এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়নবঞ্চিত, ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং সুশাসনের অভাবে ভুগছে। আমি নির্বাচিত হলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক একটি আদর্শ সংসদীয় এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।
জামায়াত প্রার্থী বলেন, জনগণের মৌলিক অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা ক্ষমতার রাজনীতি নয়—সেবার রাজনীতিতে বিশ্বাস করি।
তিনি নির্বাচনী মাঠে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, প্রশাসন যদি সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করে, তবে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে।

