DSF NEWS
ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দুর্ঘটনার খবর
  12. নারী ও শিশু
  13. নির্বাচন
  14. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  15. বিনোদন প্রতিদিন

শ্রীমঙ্গলে পাঁচ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

DSF NEWS
news Dsf
ডিসেম্বর ২৬, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে গত দুই দিনে পাঁচজন সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ইসলাম উদ্দিনের কাছ থেকে মনোনয়ন ফরম নেন।

এর আগে ২৪ ডিসেম্বর বুধবার একই আসন থেকে চারজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), তাঁর পুত্র মুঈদ আশিক চিশতি, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু এবং জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী।

মনোনয়ন ফরম বিক্রির বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।

নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য আগ্রহী প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।