আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সহ ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুক আহমদ, এজাহার নামীয় আসামি কবির আহমদ, হিফজুর রহমান, পরোয়ানাভূক্ত আসামী তাহের আহমেদ চৌধুরী, শিবলু মিয়া, ছয়ফুল ইসলাম ও মো: জায়েদ মিয়া।
বড়লেখা থানার ওসি মো: মনিরুজ্জামান খান জানান, আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

