DSF NEWS
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. দুর্ঘটনার খবর
  12. নারী ও শিশু
  13. নির্বাচন
  14. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  15. বিনোদন প্রতিদিন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার পুলিশ এ্যাসল্ট মামলার পলাতক আসামি আটক

DSF NEWS
news Dsf
ডিসেম্বর ২৫, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পুদিনাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এ্যাসল্ট মামলার ৬নং পলাতক আসামি ছয়দুল মিয়া (৩৭)-কে আটক করা হয়েছে। সে কাটারাই গ্রামের সাজন মিয়ার পুত্র।

ঘটনার বিবরণে জানা গেছে, ৯ মার্চ রাতে মৌলভীবাজার সদর থানার ১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামলীগের সাবেক সভাপতি আহমদ আলীকে গ্রেফতার করার জন্য কাটারাই লিয়াকত মিয়ার দোকানের সামনে অভিযান পরিচালনা করে আহমদ আলীকে আটক করে। আটককৃত আসামিকে গাড়িতে উঠানোর সময় আহমদ আলী ডাক চিৎকার দিলে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের উপর আক্রমণ ও এলোপাতাড়ি আঘাত করে পুলিশ সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে আহমদ আলীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

আক্রমণের ফলে কয়েকজন পুলিশ সদস্য আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।