DSF NEWS
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কুলাউড়া
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দুর্ঘটনার খবর
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদ নেতা হাফিজুল ইসলামের মৃতদেহ উদ্ধার

DSF NEWS
DSF NEWS
ডিসেম্বর ২৩, ২০২৫ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

DSF NEWS ডেস্করিপোর্টঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অবস্থিত একটি বালু ড্রেজারের বাল্কহেড থেকে গণঅধিকার পরিষদের এনায়েতপুর থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজের (৩১-৩৫ বয়সী) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায়। নিহত হাফিজুল এনায়েতপুর থানা এলাকার বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে। তিনি স্থানীয়ভাবে বালু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সহযোগীদের নিয়ে আশপাশের এলাকায় বালু উত্তোলন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে হাফিজুল সহকর্মীদের সঙ্গে ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিন রুমে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে সহযোগীরা তাঁকে নিথর অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। চৌহালী নৌ পুলিশ ও এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানিয়েছেন, নিহতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সহযোগীরা জানিয়েছেন, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিছু সূত্রে ময়নাতদন্তের কথা উল্লেখ থাকলেও প্রাথমিক তদন্তে কোনো অপমৃত্যুর আলামত মেলেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।