স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (শনিবার) বাদ আছর সর্বস্তরের ছাত্রজনতার উদ্যোগে ডাক বাংলো মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম।
জানাজা পূর্বক বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা নাহিদুর রহমান, লিংকন তালুকদার, শেখ বদরুল ইসলাম রানা ও রায়হান আহমদ।
বক্তারা শহীদ হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শকে ধারণ করে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

