ডেস্ক রিপোর্ট :শরিফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত, সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত দেশের সব ছাত্র-জনতাকে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, প্রতিরোধ ও আন্দোলন জারি রাখার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ডাকসু ভিপি বলেন, ‘শহীদ হাদি ভাই কোনো ভায়োলেন্সের মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চান নাই। তার আদর্শ ছিলো মেধা-মনন, জ্ঞান দিয়ে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করা।’
শহীদ হাদির লক্ষ্য বাস্তবায়নের বিষয়ে সাদিক কায়েম বলেন, ‘আমাদের সংগ্রাম দীর্ঘ। শহীদ হাদি যে লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন- সাময়িক উত্তেজনা কিংবা সহিংসতা দিয়ে সেই লক্ষ্য অর্জন করা যাবে না। বরং যেকোনো হঠকারী কর্মকাণ্ড শহীদ ওসমান হাদি ও আমাদের সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে।’
‘তাই দেশবাসীর প্রতি অনুরোধ, কোনো ফাঁদে পা না দিয়ে শহীদ হাদি ভাইকে বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন জারি রাখুন,’ যোগ করেন ভিপি সাদিক।
এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির লাশ সিঙ্গাপুর থেকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদির লাশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
সুত্র: যুগান্তর

