DSF NEWS
ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কুলাউড়া
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দুর্ঘটনার খবর
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকা উপজেলা তাঁতী দলের নয়া কমিটি গঠন; আহবায়ক তাজউদ্দিন, সদস্য সচিব ইমন

DSF NEWS
DSF NEWS
ডিসেম্বর ১৭, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে প্রভাষক তাজউদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং মো. খোরশেদ আলম ইমনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি মো. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন (মন্ডল) স্বাক্ষরিত এক চিঠিতে কমিটিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও মোঃ আবু রাসেলকে সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ ইলিয়াস আহমেদকে যুগ্ম আহবায়ক এবং মোঃ জাহাঙ্গির আলম যুগ্ম আহবায়ক করা হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক-১, যুগ্ম আহ্বায়ক-২ এবং সদস্য সচিবসহ পাঁচজনকে সাইনিং ক্ষমতা প্রদান করা হয়েছে। তবে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জমা দিতে ব্যর্থ হলে এই আহ্বায়ক কমিটির কার্যকারিতা বাতিল বলে গণ্য হবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিনিধি সভার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। উপজেলা বিএনপি কার্যালয়ে বসে কোনো ইউনিয়ন কমিটি অনুমোদন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির কাছে পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে হবে।

ইউনিয়ন কমিটি অনুমোদনের ক্ষেত্রে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দল সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি অনুমোদন দিতে পারবে। এ ক্ষেত্রে উপজেলা কমিটির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন কমিটি গঠন, পুনর্গঠন কিংবা বাতিল ও স্থগিত করার বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতী দলের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

স্থানীয় নেতৃবৃন্দদের সাথে কথা বলে জানা যায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সদ্য প্রকাশিত উপজেলা তাঁতীদলের কমিটিটি অত্যন্ত সুন্দর এবং গ্রহণযোগ্য হয়েছে।

কমিটির সদস্য সচিব খোরশেদ আলম ইমন বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় আমরা কোন প্রকার আনন্দ মিছিল, ফুল বা মিস্টি গ্রহণ করছিনা। আমরা এলোমেলো তাঁতী দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে বিএনপি মনোনিত প্রার্থীর ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু ভাইকে বিজয়ী করতে কাজের প্রস্তুতি নিচ্ছি। আমরা সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।