ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান

স্টাফ রিপোর্টার: ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লিও জেলা সভাপতি, বাংলাদেশ এবং ওয়েসকা বাংলাদেশ ইয়ুথ চ্যাপ্টার ভাইস প্রেসিডেন্ট

জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান

স্টাফ রিপোর্টার: ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লিও জেলা সভাপতি, বাংলাদেশ এবং ওয়েসকা বাংলাদেশ ইয়ুথ চ্যাপ্টার ভাইস প্রেসিডেন্ট অরিত্র রহমান ২০২৫ সালের ১৫ অক্টোবর জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ডের মিটিং এ অংশগ্রহণ করবেন।

তিনি বিশ্বের ৪১টি দেশে গ্রামীণ উন্নয়ন, পরিবেশ পুনরুদ্ধার এবং ক্ষমতা গঠনের জন্য কাজ করে এমন জাপান ভিত্তিক ইন্টারন্যাশনাল এনজিও ওয়েসকা ইন্টারন্যাশনালের বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ৭ জন প্রতিনিধি দলের সাথে যোগদান করছেন।

প্রতিনিধি দলটি ওয়েসকা ইন্টারন্যাশনালের প্রাক্তন পরিচালক বেঞ্জির আহমেদ, ওয়েসকা বাংলাদেশের পরিচালক কে এম ইকতিয়ার জামান, ওয়েসকা বাংলাদেশ ন্যাশনাল চেপ্টার সভাপতি মিসেস হেলেন আখতার নাসরিন, মহাসচিব মিসেস খালেদা জাহান এবং প্রেসিডেন্ট ওয়েসকা বাংলাদেশ ইয়ুথ চেপ্টার তাসফিয়া আহমেদ।

প্রতিনিধিদের উদ্দেশ্য হল বাংলাদেশ ন্যাশনাল চেপ্টার এর নতুন প্রকল্প লক্ষ্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা করা। অরিত্র রহমান তার প্রতিনিধি দলের সাথে ২১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত টোকিওতে থাকবে। আমরা প্রতিনিধি দল এবং সমস্ত সদস্যদের সাফল্য কামনা করি।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

Leave a Reply

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts