রুবেল বখস পাভেল কুলাউড়া।
কুলাউড়া কাদিপুর ইউনিয়নের মনসুর আব্দুল হান্নান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চিরশ্রী তালুকদার এর স্বেচ্ছায় অবসর জনিত বিদায়ী সংবর্ধনা,বুধবার (৩ সেপ্টেম্বর)
প্রিয় শিক্ষিকার বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রাজিব মিয়া, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারীর শিক্ষিকা সঞ্চালনায় প্রধান অতিথি মো: ইফতেখায়ের হোসেন ভূঁঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,বিশেষ অতিথি: মহিব উল্যাহ, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার,বিশেষ অতিথি কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন,মোহাম্মদ খোরশেদ আলম, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,একলাছ মিয়া, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,বদরুল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, তাহমিনা আক্তার প্রধান শিক্ষিকা উচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ।
সংবর্ধনা শেষে মঞ্চ থেকে অতিথিদের সঙ্গে বাইরে এলেন তাঁদের প্রিয় শিক্ষিকা। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে অশ্রুশিক্ত নয়নে সুসজ্জিত একটি গাড়িতে তুলে দিলেন শিক্ষার্থীরা।
বিদায়বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন সবার প্রিয় বিদায়ী শিক্ষিকা চিরশ্রী তালুকদার।
আব্দুল হান্নান চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, দিনব্যাপী বিদায়ের নানা আনুষ্ঠানিকতার শেষে, সুসজ্জিত একটি প্রাইভেট গাড়িতে সবার প্রিয় এই শিক্ষিকার বাড়ি পৌঁছিয়ে দেন শিক্ষার্থীরা।
এর আগে বিদায় মঞ্চে দাঁড়িয়ে দেশ গড়ার লক্ষ্যে বিদায়ী এ শিক্ষিকা উপস্থিত সকলের কাছে তার জন্য দোয়া ও দীর্ঘ কর্মজীবনে কাউকে মনে কষ্ট দিলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।
কর্মজীবন শেষে আজ থেকে অবসরে গেলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চিরশ্রী তালুকদা।
প্রিয় শিক্ষিকা জানতেন না এমন আয়োজন, জানিয়েছেন শিক্ষার্থীরা।