গলাচিপার চরবাংলা খাসজমি নিয়ে কৃষকরা দুই পক্ষ মুখোমুখি

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় একসনা খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে মুখোমুখি চরবাংলার ভূমিহীন কৃষকরা। দুই পক্ষই নিজেদেরকে প্রকৃত ভূমিহীন দাবি করে আসছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেরাজ খান চাষযোগ্য খাস জমি একসনা ডিসিআর পাওয়ার দাবিতে গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গলাচিপা […]