#দৈনিক কুলাউড়ার কন্ঠ।
কুলাউড়ার বরমচালের ইসলামাবাদ এলাকায় লাইনের পাশে ডোবা থেকে ১৩বছরে এক কিশোরের লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ।
রবিবার ৩ আগস্ট) সকাল ১০ টার সময় খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ বরমচালের ইসলামাবাদ এলাকায় রেল লাইনের ১০থেকে১২ ফুটের মধ্যে ডোবা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।
এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, বলেন, বরমচালের ইসলামাবাদ এলাকায় রেললাইন সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কিশোরের ডান হাত (পক্ষাঘাতগ্রস্ত) পড়নের প্যান্ট খোলা ছিল, সে ওই ডোবার পাশে মলত্যাগ করার সময় ডোবাতে পড়ে গিয়ে মারা যেতে পারে, তার পরিচয় শনাক্তকরণের জন্য কুলাউড়া থানা পুলিশ কাজ করছে।