ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

কুলাউড়া থানা এরিয়ার ফুটপাত দখল মুক্ত করল: পুলিশ প্রশাসন

রুবেল বখস পাভেল, কুলাউড়া।   দৈনিক কুলাউড়ার কন্ঠ সহ একাধিক সংবাদ প্রচারের পর, কুলাউড়া থানা পুলিশ

রুবেল বখস পাভেল, কুলাউড়া।

 

দৈনিক কুলাউড়ার কন্ঠ সহ একাধিক সংবাদ প্রচারের পর, কুলাউড়া থানা পুলিশ প্রশাসনের টনক লড়ে। সোমবার ২৮ জুলাই ২০২৫)

 

আজ দুপুরে বড়লেখা, জুড়ী ও কুলাউড়া থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আজমল হোসেনের নির্দেশে,

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নেতৃত্বে, সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্বর, এসআই মোস্তাফিজ, সঙ্গে ফোর্স, থানা এরিয়ার সম্মুখে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করে পুলিশ।

 

এসময় থানা এরিয়া স্টেশন চৌমুহনী থেকে কুলাউড়া (সার্কেল) অফিস পর্যন্ত ফুটপাত দখল মুক্ত করা হয়।

 

মুঠোফোনে ফুটপাত দখল মুক্ত অভিযানের বিষয়ে জানতে চাইলে, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, বলেন, কুলাউড়া ( সার্কেল) স্যারের নির্দেশে, এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।

 

আরো বলেন, উপজেলা প্রশাসনের সাথে কথা বলে, কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কের দুই পাশ দখল করে অবৈধ ভাবে যারা, ফুটপাতে ব্যবসা করেছে,তাদেরকে উচ্ছেদ করে, কটর পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে পুনরায় আবার কেউ ফুটপাত দখল করতে পারে না।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts