ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

কুলাউড়ার রাউৎগাঁওয়ে ফ্রি মেডিকেল চিকিৎসা পেলও দেড় শতাধিক মানুষ

  রুবেল বখস পাভেল, কুলাউড়া। কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন এর পীরেরবাজারস্থ রাহমা ফার্মেসী ও স্বাস্থ্য কমপ্লেক্সের

 

রুবেল বখস পাভেল, কুলাউড়া।

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন এর পীরেরবাজারস্থ রাহমা ফার্মেসী ও স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে ১৫৩ জন মানুষ পেলও ফ্রি মেডিকেল সেবা।

আজ সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন এর উদ্বোধনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর কার্যক্রম শুরু করা হয়।

উক্ত চিকিৎসা সেবায় সেবা প্রদান করেন শেখ মুজিব মেডিকেল কলেজ এর কর্মরত, নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার তাসনিমুল মুরছালিন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকা সহ আশেপাশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন ও চিকিৎসা সেবা নেন।

এসময় ডাক্তার জাকির হোসেন বলেন, রাহমা ফার্মেসী ও স্বাস্থ্য কেন্দ্র এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে শত শত মানুষ, গ্রামে সচসাচর এরকম আয়োজন খুবই কম হয়,অধ্যাপক ফয়জুর রহমান শুধুর আমেরিকা থেকেও মা মাটির টানে নিজ গ্রামে এরকম একটা উন্নত চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা, যে সময় যেকোনো প্রয়োজনে আমার সর্বাত্বক সহযোগিতা থাকবে।
স্থানীয় ব্যাক্তিরা বলেন,রাহমা ফার্মেসী ও স্বাস্থ্য কেন্দ্র যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়,যেখানে গরীব ও অসহায় মানুষ ৪০০,৫০০ টাকা দিয়ে ভালো ডাক্তার দেখাতে পারছেন না, সেখানে তারা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন।
এলাকার মানুষের কথা ভেবে এমন আয়োজন করায় গ্রামবাসী ও সবাই অত্যন্ত আনন্দিত।

রাহমা ফার্মেসী ও স্বাস্থ্য কেন্দ্রের স্বর্তাধিকারী ইউনিভার্সিটি অব টেক্সাস আমেরিকা, এর অধ্যাপক আব্দুল্লাহ্ ফয়জুর রহমান বলেন,আমি চাইলে এরকম একটা চিকিৎসা কেন্দ্র শহরে দিতে পারি, আমি আমার এলাকার কথা ভেবে আমি আমার গ্রামেই প্রতিষ্ঠা করেছি, যাতে এলাকার মানুষ সুবিধা পায়,উন্নত একটি ফার্মেসী দিয়েছি কোন ব্যবসায়ীক উদ্দেশ্য নয়, বরং এলাকার মানুষ যাতে হাতের নাগালে উন্নত মানের ঔষধ সুলভ মূল্য ও উন্নত চিকিৎসা সেবা পায়।
এখানে অতি শীঘ্রই ডায়াগনস্টিক সেন্টার ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দেওয়া হবে। এবং তার পাশাপাশি একটি উন্নত মানের এম্বুলেন্স আনা হবে।

এই মহান উদ্যোগ জনসেবায় সত্যিই প্রংশসার দাবিদার।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts