#দৈনিক কুলাউড়ার কন্ঠ ।
কুলাউড়া ভূকশিমইল ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে, আবারও ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। গত সোমবার থেকে প্রতি ঘণ্টায় চলছে বিদ্যুতের যাওয়া আসা। শনিবার ২৬জুলাই২০২৫)
এই গরমে হাফিয়ে উঠছেন শহর ও গ্রামের মানুষ। শিশু এবং অসুস্থ লোকজনের ভোগান্তির শেষ নেই।
এছাড়াও বিদ্যুত যাওয়া আসার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শনিবারে এই রিপোর্ট লেখা, পর্যন্ত কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে লোডশেডিং চরমে।