প্রতিনিধি, কুলাউড়া,মৌলভীবাজার।
কুলাউড়া উপজেলা ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ২৫০ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার ২৬জুলাই রেলওয়ে স্টেশন ক্লাবে চাল বিতরণ অনুষ্ঠিত হয়। আয়োজনঃ মরহুম রফিক আহমদ ফাউন্ডেশন কুলাউড়া,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ, মুসা সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য নবাব আলী আব্বাস,
বিশেষ অতিথি কুলাউড়া পৌরসভা সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, দেশের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক যুবনেতা খালিক, সংবাদকর্মী রুবেল বখস পাভেল, সংবাদকর্মী সামসু দ্দিন বাবু, সংবাদকর্মী রুহুল আমিন রাজ্জাক, সংবাদকর্মী নাহিমুল ইসলাম, সংবাদকর্মী ইব্রাহিম, সংবাদকর্মী শেখ রানা, সংবাদকর্মী তারেক জামাল, সংবাদকর্মী শারিয়ার, সংবাদকর্মী মাহফুজ প্রমুখ।
এসময় নবাব আলী আব্বাস প্রধান অতিথির বক্তব্যে বলেন, মরহুম রফিক আহমদ ফাউন্ডেশন, না থাকলে অসহায় ও দারিদ্র মানুষের পাশে এইভাবে কেউ সাহায্যের হাত বাড়াবে না, আসুন সবাই মিলে নিজের জায়গা থেকে এক একজন মানবিক আহমদ রিপন হয়, মানুষের পাশে দাঁড়াই।
অনুষ্ঠানের শেষে কুলাউড়ার ১৩ টি ইউনিয়নও ১টি পৌরসভার প্রতিনিধিদের হাতে ২৫০ শতাধিক পরিবারকে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।