ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

কুলাউড়ায় ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসা, থানা বাজার নামে পরিচিতির চেষ্টা

রুবেল বখস পাভেল, কুলাউড়া। কুলাউড়া পৌর শহরে থানার এরিয়ার সম্মুখ সহ শহরে গড়ে উঠেছে,ফুটপাত ও সড়ক

রুবেল বখস পাভেল, কুলাউড়া।

কুলাউড়া পৌর শহরে থানার এরিয়ার সম্মুখ সহ শহরে গড়ে উঠেছে,ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ ব্যবসা, থানা বাজার নামে লোক মুখে পরিচিত, এর কারণে শহরে তীব্র যানজটে নগরবাসী অতিষ্ঠ। শুক্রবার ২৫জুলাই২৫)

মাঝেমধ্যে উপজেলা প্রশাসন ফুটপাত ও সড়ক দখল মুক্ত করতে , অবৈধ ব্যবসা ও সিএনজি অটোরিকশা সড়কের উপরে পার্কিং করে রাখার, উচ্ছেদ অভিযান চালালেও পরবর্তীতে আবারো অবৈধ দখল দার ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে, শহর ঘুরে দেখা যায়, কুলাউড়া থানার সম্মুখে গড়ে উঠেছে বিশাল বড় এক বাজার, পৌরসভার নির্ধারিত তিনটি বাজার রয়েছে, প্রতিদিন সকালে দক্ষিণ বাজার ও বিকালে উত্তর বাজার, এছাড়া ও রয়েছে সাপ্তাহিক হাট বাজার স্কুল চৌমুহনায়। আর এইসব বাজার থেকে সরকার রাজস্ব আয় করছে।

জনমনে প্রশ্ন উঠেছে, অবৈধ থানা বাজার নামে পরিচিত, আর সেই বাজার কারা পরিচালনা করছে, পৌর নগরবাসীরা বলেন ।এখনি এদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে, শহরে তীব্র যানজট আরো ভয়াবহ রূপ ধারণ করবে, একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে শহরে তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে পৌর নগরবাসী।কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আকুই, বলেন, দুঃখজনক হলেও সত্য কুলাউড়ার প্রধান সড়কের দুই পাশে ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা করছে ।পৌরসভার নির্দিষ্ট তিনটি বাজার রয়েছে দুটি দৈনিক ও একটি সাপ্তাহিক হাট বাজার,তারা চাইলে নির্দিষ্ট তিনটি বাজারের মধ্যে যেকোনো বাজারে তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে পারতো, বৈধ ব্যবসায়ীরা সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করছে আর এইসব অবৈধ ব্যবসায়ীদের কারণে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে,আর এইসব অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চালানোর জন্য ব্যবসায়ী কল্যাণ সমিতি আইন-শৃঙ্খলা মিটিং এসব বিষয় তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের কাছে এই সমস্যার সমাধান চায়, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, বলেন, ফুটপাত দখল করে অবৈধ হকারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, থানা বাজার নামে পরিচিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এই প্রথম শুনলাম,উপজেলা প্রশাসনের সাথে কথা বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মহিউদ্দিন বলেন একাধিকবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক দখল মুক্ত করেছে, এ সময় সড়কের উপর সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল যেখানে সেখানে পার্কিংয়ের কারণে তাদেরকে জরিমানার আওতায় আনা হয়। তিনি আরো বলেন থানা বাজার নামে পরিচিতি আমি এই প্রথম শুনলাম, উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান দিয়ে থানা এরিয়ার সম্মুখ সহ শহরে ফুটপাত দখলমুক্ত করে, পুলিশ প্রশাসন কে বলা হয়েছে, তদারকি রাখার জন্য, যাতে আবারো কেউ ফুটপাত দখল করতে পারে না।

 

 

 

 

 

 

 

 

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts