ADS

journal ads
আমাদের এই ক্যাটাগরিতে আর খোন খবর নেই দয়া করে আপনি কোন জেলা ও উপজেলা থেকে খবর পড়তেছে আমাদের যোগাযোগ ফর্মে লিখুন আমরা চেষ্টা করবো আপনার আশপাসের সকল খবর কভার করতে

আজীবন সম্মানিত হচ্ছেন বিচারপতি জয়নুল আবেদীন ও চলচ্চিত্র অভিনেত্রী রাকা আলম

স্টাফ রিপোর্টার : ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার-আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫”। উক্ত অনুষ্ঠানে আইন পেশা

আজীবন সম্মানিত হচ্ছেন বিচারপতি জয়নুল আবেদীন ও চলচ্চিত্র অভিনেত্রী রাকা আলম

স্টাফ রিপোর্টার : ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার-আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫”। উক্ত অনুষ্ঠানে আইন পেশা ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন বিচারপতি মো: জয়নুল
আবেদীন, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং চলচ্চিত্র ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায় বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন ওস্তাদ খ্যাত জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা জাহাঙ্গীর আলমের সহধর্মিণী, বিশিষ্ট অভিনেত্রী মাসুকা নাসরীন রাকা (মিস বাংলাদেশ ১৯৯৫ ও পরিচালক, ওমেন্স চেম্বার অব কমার্স, কক্সবাজার),

আগামী ২৬ জুলাই শনিবার বিকাল ৫ টায় রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে স্টার বাংলাদেশ মিডিয়া ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে “উদ্যোক্তাদের সফলতার পেছনের
কথা এবং মিডিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ই-ক্রয় প্রেজেন্ট’স “মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিচারপতি মো: জয়নুল আবেদীন, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বিশেষ অতিথি থাকবেন- মাসুকা নাসরীন রাকা (পরিচালক, ওমেন্স চেম্বার অব কমার্স, কক্সবাজার), তাশিক আহমেদ (উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার) এটিএন বাংলা, ইভান শাহরিয়ার সোহাগ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

সভাপতিত্ব করবেন- খন্দকার আছিফুর রহমান (প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া, যুগ্ম সম্পাদক- জাতীয় দৈনিক অভয়নগর)।

স্বাগত বক্তব্য রাখবেন-মো: শাহিন হোসেন (সম্পাদক ও প্রকাশক- জাতীয় দৈনিক অভয়নগর। সঞ্চালনা করবেন- স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকারক সবুজ রায়।

এছাড়া অনুষ্ঠানে শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা সহ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের মধ্যে বিভিন্ন কাজের
স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৩০ জন কে মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানের আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। ভিন্ন এই আয়োজনে উদ্যোক্তা, সাংবাদিক সহ গুণীজনদের উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হবে, যা স্টার বাংলাদেশ মিডিয়া ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকা পরিবারের জন্য গর্বের।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts