ওয়াজ উদ্দিনকে ঘিরে ভিত্তিহীন অভিযোগ

স্টাফ রিপোর্টার: সম্প্রতি ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক ওয়াজ উদ্দিনকে ঘিরে কিছু বিতর্কিত অভিযোগ

ওয়াজ উদ্দিনকে ঘিরে ভিত্তিহীন অভিযোগ

স্টাফ রিপোর্টার: সম্প্রতি ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক ওয়াজ উদ্দিনকে ঘিরে কিছু বিতর্কিত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

দুর্নীতি, অনিয়ম ও স্বচ্ছতার অভাব— এমন কিছু গুরুতর অভিযোগ তাকে ঘিরে উঠেছে,১৫০ বিঘা জমি, বেশি দামে PLC ক্রয়, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোসহ অন্য প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দেয়া ইত্যাদি।

অথচ বাস্তবতা ভিন্ন, ওয়াজউদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। নিরাপদ পানি সরবরাহ ও সিষ্টেম লস কমাতে DMA বাস্তবায়নে শতবাঁধা পেরিয়ে প্রকল্পে তিনি এবং তার টিম নেতৃত্ব দিয়েছেন সফলভাবে।

তাঁর নিয়োগ কোনো ব্যক্তিগত অনুগ্রহ নয়— বরং কারিগরি, প্রশাসনিক যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকল্প পরিচালনার দক্ষতার ভিত্তিতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ADB’র গাইড লাইন মেনে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চুক্তিবদ্ধ এই কাজগুলো মাঠ পর্যায়ে দেশি বিদেশি (জাপানি) কনসালটেন্টদের সুপারভিনে SCADA, Automation বাস্তবায়ন প্রায় শেষ।

ওয়াসার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ওয়াজ উদ্দিনকে স ৎ ও দক্ষ অফিসার হিসাবে জেনে আসছি, তার বিরুদ্ধে ছড়ানো এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং উন্নয়নকাজ ব্যাহত করার হীন অপচেষ্টা।

বরং তার প্রকল্প টিমের নেতৃত্বেই ওয়াসা এখন সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে — যার সুফল পাচ্ছে লাখো কোটি ঢাকাবাসী।

গত ২৯ এপ্রিল এবং গত কয়েক তারিখে কিছু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ওয়াজ উদ্দিনকে ঘিরে কিছু সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে প্রতিয়মান হয়েছে।

তাই সত্য জানতে হলে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, কুৎসা নয়। একজন দক্ষ প্রকৌশলী ও দেশপ্রেমিক কর্মকর্তা ওয়াজ উদ্দিনকে ঘিরে মিথ্যা প্রচার বন্ধ হওয়া উচিত — এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts