কুলাউড়ায় ব্যবসায়ীদের ঐক্য বিনষ্ট না করে নির্বাচনে ভোট দেওয়ার আহবান

  রুবেল বখস পাভেল: প্রতিনিধি মৌলভীবাজার। রাত পোহালেই কুলাউড়া ব্যবসায়ী করলাম সমিতির নির্বাচন,তাদের সকল চক্রান্তই ব্যর্থ

 

রুবেল বখস পাভেল: প্রতিনিধি মৌলভীবাজার।

রাত পোহালেই কুলাউড়া ব্যবসায়ী করলাম সমিতির নির্বাচন,তাদের সকল চক্রান্তই ব্যর্থ হয়েছে। ২৬ এপ্রিল ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীদের ঐক্য বিনষ্ট না করে নির্বাচনে ভোট দেয়ার জন্য সবাইকে উদাত্ত আহবান জানান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।

 

এতদিন যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন, তারা যেন শনিবার (২৬ এপ্রিল) মাস্ক অথবা হেলমেট পড়ে ভোট সেন্টারে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমনটি বলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই।

 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ-সভাপতি রফিক মিয়া ফাতু। এসময় উপস্থিত ছিলেন ছিলেন ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, এইডডি রুবেল, কুতুব উদ্দিন প্রমুখ

Facebook
Reddit
Pinterest
Twitter
LinkedIn
Telegram
Email
Print

ADS

adsadsads
ADVERTISEMENT

Related Posts