জেলা প্রতিনিধি: রুবেল বখস পাভেল।
মৌলভীবাজারের কুলাউড়ায রিকশা ক্রয়ের জন্য, নব মুসলিম আব্দুল্লাহ ও আমেনা ওমরের পরিবার’কে অর্ধ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।রোজ-বৃহস্পতিবার (৬ মার্চ) কুলাউড়া থানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা জুড়ী ও কুলাউড়া (সার্কেলে’র)অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, কুলাউড়া থানা’র অফিসার ইনচার্জ গোলাম আফসার, সঞ্চালন ায় কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম মোক্তাদির হোসেন, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, দেশের কন্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, এনটিভি প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু, দেশপত্র প্রতিনিধি সাম সুদ্দিন বাবু, ভোরের পাতা প্রতিনিধি রুবেল বখস পাভেল, সংবাদ কর্মী রানা প্রমুখ। নব মুসলিম আবদুল্লাহ ও আমেনার হাতে নগদ ৫১০০০ হাজার টাকা তুলে দেওয়া হয় রিকশা ক্রয়ের জন্য,এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন জাতির বিবেক হচ্ছে সাংবাদিক ভাইয়েরা, তারা চাইলে যেকোনো কাজ সহজে করতে পারে, নব মুসলিম পরিবারের জীবিকা নির্বাহের জন্য রিকশা ক্রয়ের জন্য ৫১ হাজার টাকা সংগ্রহ করে দিয়ে দৃষ্টান্ত তৈরি করল, কুলাউড়ার এক চাক মেধাব ও সাহসী সাংবাদিক ভাইয়েরা তারা শুধু তাদের লেখনীর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করছে, তাদের এই কাজে আমি ও আমার পুলিশ প্রশাসন সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আপনাদের যেকোনো ভালো কাজে আমাদের’কেপাশে পাবেন ইনশাআল্লাহ।